আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠায় দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুন্দরভাবে সেই কাজগুলো সম্পন্ন করছেন।
আজ সোমবার ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন দেশে ২৬ হাজার মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষের ৫ টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনার এ সাফল্যের কারণে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে এ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবীর খান।