- প্রকাশিত : ২০১৮-০৪-২১
- ৬৮৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামে যৌতুকের দাবিতে জোহরা খাতুন(৩৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তাকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই সন্দেহভাজন স্বামী রিপন ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন।
জোহরা খাতুন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নুর ইসলামের মেয়ে। তার স্বামী রিপন হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া সাতভাইপাড়ার মোসলেম গাজীর ছেলে।
প্রতিবেশী ও জোহরার স্বজনরা জানান, বিয়ের পর থেকে স্বামী রিপন যৌতুকের দাবিতে স্ত্রী জোহরাকে নির্যাতন করে আসছিলেন। প্রায়ই রিপনের চাহিদামতো যৌতুক দিতে হতো। এ নিয়ে পারিবারিকভাবে ও গ্রাম্য সালিশও হয়েছে অনেকবার। জোহরা ও তার বাবার বাড়ির লোকজন টাকা দিয়ে রিপনকে বিদেশে পাঠান। সেখান থেকে দুই বছর আগে দেশে ফেরত এসে আবার যৌতুকের দাবিতে স্ত্রী জোহরার ওপর নির্যাতন করতে থাকেন রিপন।এ নিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে জোহরাকে মারধর করলে জোহরা মারা যান। সকালে বাড়িতে কান্নাকাটি দেখে আশেপাশের লোকজন এসে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন।
জোহরার ছেলে হৃদয় (১৩) বলেন, ‘কাল রাতে আব্বা আমার মাকে খুব মারধর করে।’
এ বিষয়ে জোহরার বাবা নুর ইসলাম ও মা মেহেরুন বলেন, অনেক টাকা, জিনিসপত্র দেয়ার পরও জোহরার ওপর নির্যাতন বন্ধ হয়নি। রিপন আমার মেয়েকে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছেন। আমরা উপযুক্ত বিচার চাই।’
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, ‘সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে আঘাতের অনেক চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..