মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের ঘটনায় জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা মরক্কোর এই বিপদের সময় বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সবধরনের সাহায্য-সহযোগিতার জন্য আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আরো বলেন, এই ভয়াবহ ভূমিকম্পে মরক্কোর জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি আশা প্রকাশ করেন, মরক্কো সরকার ও জনগণ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং আহতরা দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন,"এই ভয়াবহ দুর্যোগে নিহত ও আহত সকলের পরিবারের সদস্য এবং মরক্কোর জনগণের সাথে আমরাও গভীরভাবে শোকাহত।"
বিরোধীদলীয় নেতা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।