আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সিঙ্গাপুরে বসে বিএনপি নেতারা যে সন্ত্রাসের নীল নকশা আঁকছেন তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
আজ বুধবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই, নির্বাচনে কে আসবে, কে আসবে না দেখার বিষয় নয়, যথা সময় নির্বাচন হবে এবং তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।
কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাহা, সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।