লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পাটির্র চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি.এম, কাদের এবং জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
আজ এক বার্তায় জাতীয় পার্টির পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দ প্রয়াত পান্না কায়সারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, দেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের আত্মত্যাগ ও পান্না কায়সারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। দেশপ্রেমিক জাতি গঠনে শিক্ষকতার পাশাপাশি শিশু সংগঠনে নেতৃত্ব দিয়ে তিনি অসামান্য অবদান রেখেছেন, একজন প্রখ্যাত লেখক হিসেবেও বাংলা সাহিত্যে তাঁর অবদান দেশবাসী সব সময় স্মরণ করবে।