- প্রকাশিত : ২০১৮-০৪-১৯
- ৭৬২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার রাতে মাঠে নামছে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। সাকিব আল হাসানের রেকর্ড জয়ের হাতছানির দিনে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে লড়বে হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
আর এই ম্যাচে একটি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি ৪১৪ টি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো। তার পরে দ্বিতীয় উইকেট শিকারির তালিকায় আছেন লাসিথ মালিঙ্গা। তার উইকেট সংখ্যা ৩৪৮টি। আর সুনিল নারিন ও শহীদ আফ্রিদি নিয়েছেন ৩২৪ ও ৩০০ টি। আজ বিশ্বসেরা অলরাউন্ডারও আর একটি উইকেট নিলেই সেরা টি-টোয়েন্টির উইকেট শিকারির তালিকায় উঠবেন।
আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে দারুণ ছন্দে আছে হায়দ্রাবাদ। তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে হায়দ্রাবাদের অবস্থান দ্বিতীয়। পাঁচ ম্যাচের তিন জয়ে নেট রান রেটে এগিয়ে এক নম্বর অবস্থানে আছে শারুখের কলকাতা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..