মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এক আসামিকে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতের নাম মোরশেদ মোশারফ হোসেন মিয়া (৬৫)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহকুমা সাধুহাটি গ্রামের মৃত আব্দুল হান্নান মিয়া ওরফে চোনা মোল্যার পুত্র।
এলিট ফোর্স র্যাব-১০ এর সহকারী পরিচালক ও এএসপি (মিডিয়া) এনায়েত কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে রাজধানী ঢাকার শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি জানান, সে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। মোরশেদ হোসেন মিয়া দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্থান্তর করা হয়েছে।