দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৯ জন। এদের মধ্যে ঢাকায় ৫৭৪ জন এবং ঢাকার বাইরে ৩১৫ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ২৫৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ২ হাজার ৮০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১ হাজার ১৭৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৪৩ জন। এদের মধ্যে ঢাকায় ৯ হাজার ৬৬৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ১৭৯ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ৫১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।