নোয়াখালীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব । চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অভিযানচালিয়ে র্যাবের একটি আভিযানিক দল গতকাল রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করে।
র্যাব-৭, চট্টগ্রাম জানায়, নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার একটি মামলা মূলে যাবজ্জীবন কারাদ- এবং ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ-প্রাপ্ত ১৩ বছর ধরে পলাতক আসামি সেলিম নগরীর হালিশহর এলাকায় আত্মগোপনে আছে বলে তারা জানতে পারে। এর ভিত্তিতে র্যাব-৭ অভিযান পরিচালনা করে দ-প্রাপ্ত আসামি ফেনী সদর ধর্মপুরের এনায়েত আলীর পুত্র সেলিম (৩৭)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামি জিজ্ঞাসাবাদে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স¦ীকার করে। সে জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৩ বছর যাবৎ চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে সে আত্মগোপন করে ছিল।