কাতার বিশ্বকাপের আগে ক্লাব ক্যারিয়ারের সকল ট্রফির মালিক ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু অধরা ছিল বিশ্বকাপের ট্রফি। গেল বিশ্বকাপে সেটা জিতে আর্জেন্টিনাকে দীর্ঘ ৩২ বছর পর ফের চ্যাম্পিয়ন করেছেন তিনি। এবার সেটার প্রতিদান পেলেন মেসি। তার নামে করা হয়েছে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় লিওনেল মেসির নামে অনুশীলন সেন্টারের নামের বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।
নিজের নামে অনুশীলন সেন্টারের নাম হওয়ায় বেশ উচ্ছ্বাসিত মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘এটা আমার জন্য একটি অন্যতম সেরা স্বীকৃতি। একই সঙ্গে এটা অনেক সম্মানের। আমার নামে অনুশীলন সেন্টারের নামকরণ করার জন্য অংসখ্য ধন্যবাদ।