ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৪শ ম্যাচ খেলার নজির গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই আন্তর্জাতিক অঙ্গনে ৪শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সাকিব।
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ৪শ ম্যাচ খেলার কীর্তি গড়লেন সাকিব। এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার তিন ফরম্যাট মিলিয়ে ৪শ ম্যাচ খেলার নজির গড়েন মুশফিকুর রহিম।
ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচের আগে তিন ফরম্যাট মিলিয়ে ৩৯৯ ম্যাচে ১৩,৪৫৩ রান এবং ৬৫৪ উইকেট নিয়েছেন সাকিব। ৪২৭ ম্যাচে ১৩৬৫২ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক। ৪৫৪টি ডিসমিসাল আছে মুশির।