- প্রকাশিত : ২০১৮-০৪-১৬
- ৮৯১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- মোবাইল ডাটা ব্যবহার করা যাবে না এমন একটি ফোন আনছে স্যামসাং। শিক্ষার্থীরা যাতে পরীক্ষার সময় মনযোগ না হারায় সেজন্যই এই ফোনটি বাজারে আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি জে২ প্রো স্মার্টফোনটি।
গ্যালাক্সি সিরিজ হলেও প্রযুক্তিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। তবে ৩জি ও ৪জি ডেটা নেটওয়ার্কে সংযুক্ত হবে না ডিভাইসটি। শুধু ওয়াইফাই নেটওয়ার্কে ডেটা অ্যাকসেস করতে পারবেন ইউজাররা।
৩জি ও ৪জি ডেটার কারণে শিক্ষার্থীরা পরীক্ষার সময় মনযোগ হারিয়ে ফেলে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় মনযোগ ধরে রাখতে পারে সে জন্যই স্মার্টফোনটি প্রকাশ্যে আনা হয়েছে। এছাড়া বয়স্ক মানুষ যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন না তারাও এটি ব্যবহার করতে পারবেন।
ফোনটির সামনে ও পেছনে রয়েছে ক্যামেরা। আছে হাই রেজুলিউশনের পাঁচ ইঞ্চির ডিসপ্লে।
নতুন গ্যালাক্সি জে ২ প্রো-এর মূল্য ধরা হয়েছে ১৮৫ মার্কিন ডলার। শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধাও রাখা হয়েছে। পরীক্ষা শেষে বাড়তি মূল্য দিয়ে আরও হাইফাই ফোন পরিবর্তন করার সুযোগ দিচ্ছে স্যামসং। আপাতত শুধু দক্ষিণ কোরিয়ার জন্যই ডিভাইসটি আনা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..