- প্রকাশিত : ২০১৮-০৪-১৬
- ৭১০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটির কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নে নারানগীরীর বড়পাড়া এলাকায় আগুনে ৫৩টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এ আগুনে সবকিছু হারিয়েছে ৫৩ পরিবার।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামের মানুষ পাড়ার বিহারে প্রার্থনা করছিল। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
কেউ ধারণা করছেন- সৌর বিদ্যুৎ, কেউ ঘরের চুলা থেকে। ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, ৫৩টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। কোনকিছু রক্ষা করতে পারেনি। আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে ওদের।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..