×
ব্রেকিং নিউজ :
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু জয়পুরহাটে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ ভোলায় ৭ হাজার ৭২৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার আর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ২৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মারামারির ঘটনায় একজনের মৃত্যুর তথ্য সঠিক নয়। 
তিনি বলেন,‘সম্মেলনকে ঘিরে সেখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। কিন্তু পত্র-পত্রিকায় আসা একজনের মারা যাওয়ার খবর অসত্য।’
আজ বিআরটিএ’র সদর কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের (এনআরএসসি) ২৯তম সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনের আশেপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি। একটা ঘটনা ঘটেছে তা হলো একটা লোক দুবাই থাকে। সে দেশে এসেছে। তিনি স্ট্রোক করেছেন। ৩টা বাজে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেছে, পরে মারা গেছেন ওই ব্যক্তি। এর সঙ্গে সম্মেলনের কোনো রিলেশন নেই। কোনোভাবেই সম্মেলনের সঙ্গে এ ঘটনা যুক্ত নয়।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এভাবে পুরোপুরি না জেনে যদি নিউজ করেন, কেউ সম্মেলনে মারা গেলে তো প্রমাণ থাকবে। লোকটা স্ট্রোক করেছে, আপনারা খবর নেন।
সম্প্রতি ছয়টি জেলা সম্মেলনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো সম্মেলনে আমাদের এ ধরনের গোলমাল হয়েছে? আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস অ্যা ফলস। এখন আপনারা খবর নিতে পারেন। কি কারণে লোকটার মৃত্যু হয়েছে।’
জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে মন্ত্রী বলেন, মহাসড়কে মোটর সাইকেল চলাচলের বিষয়ে নীতিমালা হচ্ছে। তিনি বলেন, ‘মহাসড়কে মোটর সাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণে আনার ব্যাপারে গুরুত্ব দেয়া প্রয়োজন। এটি বেকারদের কর্মসংস্থান, এ ব্যাপারে নীতিমালা হচ্ছে।’
মহাসড়কগুলোকে ক্লোজ মনিটরিংয়ের আওতায় আনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জনবল সংকট রয়েছে, তারপরও মনিটরিং চলছে। মহাসড়কে যে পরিমাণ চাপ সে তুলনায় বিআরটিএ ও হাইওয়ে পুলিশের জনবল বাড়েনি। আমরা চেষ্টায় আছি, জনবল বাড়াতে পারলে নিয়ন্ত্রণ করতে পারবো।’
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আমরা ঠিক করেছি, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিক্সা ও ইজিবাইক চলাচল ক্লোজলি মনিটরিং করবো। যেহেতু হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, মহাসড়কগুলোতে এসব তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। তাই আমরা এই পাঁচ মহাসড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat