দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৯ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৪ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৬৬ শতাংশ। আজ কমে হয়েছে ১ দশমিক ৫২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৬৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ২৫৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪০ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৫ জন। শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮১ শতাংশ।