×
ব্রেকিং নিউজ :
স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক সরকারি পাটকল নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে: পাটমন্ত্রী দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব পশুর প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
মাহমুদপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী (নৌকা) ৪ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক উজ্জামান (আনারস) ৩ হাজার ১০২ ভোট পেয়েছেন।
রাইপাড়া ইউনিয়নে আমজাদ হোসেন (নৌকা) ৬ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম (চশমা) ১ হাজার ৭০৮ ভোট পেয়েছেন ।
সুতারপাড়া ইউনিয়নে শেখ নাসির উদ্দিন (নৌকা) ৩ হাজার ২২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চঞ্চল মোল্লা (চশমা) ২ হাজার ৪৭৯ ভোট পেয়েছেন।
দীর্ঘ প্রায় ২০ বছর পর ভোট দিতে পেরে মাহমুদপুর ইউনিয়নের ভোটার, দোহারের জয়পাড়া কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন (৬৯) বলেন, বহুল কাংঙ্খিত এই নির্বাচনে জনগণের প্রত্যাশা পুরণ হয়েছে। এই নির্বাচনে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওযার সুযোগ পেয়েছেন। তিনি নিজেও অসুস্থ্য শরীর নিয়ে দুপুর ১২টায় ভোট দিতে আসেন।
চর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে আসেন চরকুশাইচর গ্রামের আমেনা বেগম (৬৫) বলেন, বয়স হয়েছে কখন যেন মরে যাই । তাই নাতীন নিয়ে এসে ভোট দিয়ে গেলাম ।
দোহার উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, উৎসবমূখর পরিবেশে সকাল থেকে তিনটি ইউনিয়নের ভোটারগণ ভোট দিয়েছেন। কোন কেন্দ্রে অনাকাংখিত কোন ঘটনা ঘটেনি। বেলা ৪টা পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat