স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছে।
আজ মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম সাদিসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় খাদ্যে ভেজাল বিরোধী অভিযান জোরদার করতে হবে। ভেজাল খাদ্যের কারণে মানুষের দেহে ক্যান্সার, কিডনিরোগসহ বড় বড় জটিল রোগ হয়। তাই সবাইকে এক যোগে কাজ করে নিত্য পণ্যসহ যাতে খাদ্যে ভেজাল না হয় তার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সবাইকে আরো সচেতন হতে হবে।
মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে খাদ্যে বিষ মেশালে সেই কোম্পানি যত ক্ষমতাধরই হোক, কোনো ছাড় দেয়া হয় না। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জীবন দিতে হলে এই ভেজাল কারবারিদের এখনই থামিয়ে দিতে হবে। খাদ্যে ভেজাল দেয়া বন্ধ করতে হবে। এটি করতে স্বাস্থ্যখাতের ভূমিকা আরো জোরালো করার পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যেই স্বাস্থ্যখাতের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু টিম গঠন করে মাঠে নেমে যেতে হবে এবং সুনির্দিষ্ট রিপোর্ট তৈরি করতে হবে। সেই রিপোর্ট নিয়ে উচ্চ পর্যায়ে বসে খুব দ্রুত এর সমাধান করা হবে ।