×
ব্রেকিং নিউজ :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। 
এ সমঝোতার ফলে বিএসএমএমইউ থেকে  ৬৫ বছর ঊর্ধ্ব এ সংগঠনের প্রবীণ সদস্যরা চিকিৎসাসেবা  সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা.স্বপন কুমার তপাদার ও অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক স্বাক্ষর করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।
কৃষিমন্ত্রী বলেন, প্রবীণদের সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রবীণদের  চিকিৎসাসেবার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। 
তিনি বলেন, সমাজের বিত্তবানদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি অংশ হিসেবে প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে হবে।সকল ধরনের সেবামূলক প্রতিষ্ঠানে  প্রবীণদের অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা.মো. হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় সভাপতির বক্তৃতায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ তহবিল থেকে চিকিৎসা সেবার বিষয়ে প্রবীণদের সহযোগিতা করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও যথাসাধ্য সহায়তা করা হবে। এ সেবা কাজের সাথে সংশ্লিষ্ট ফান্ডে অর্থদানে সমাজের ধনী, বিভিন্ন ব্যবসায়িক  প্রতিষ্ঠান মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসলে  প্রবীণদেরকে  প্রয়োজনীয় চিকিৎসাসেবা  প্রদান সহজতর হবে।
এই হাসপাতালে সিনিয়র সিটিজেনদের জন্য চিকিৎসাসেবায় ওয়ান স্টপ সার্ভিসসহ বহির্বিভাগে বিশেষ লাইন সুবিধা রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, হেমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.সালাউদ্দিন শাহ্, অর্থডনটিক্স বিভাগে চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান,অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. মোজ্জাম্মেল হোসেন রতন, সহকারী অধ্যাপক ডা.হেলাল উদ্দিন,অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat