×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- কোটা সংস্কা‌রসহ পাঁচ দফা দাবি আদায়ে ঢাবিতে আজও ক্লাস-পরীক্ষা বর্জন চলছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাবির অধিকাংশ বিভাগের ক্লাস হয়নি। প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় ক্লাসের ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত রবিবার থেকে তীব্র ছাত্র আন্দোলন শুরু হয়। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেয় শিক্ষার্থীরা। তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি থাকারই দরকার নাই বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সংস্কার করতে গেলে, কয়দিন পর আরেক দল এসে বলবে আবার সংস্কার চাই। কোটা থাকলেই হবে সংস্কার। আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজেই কোটা পদ্ধতি থাকারই দরকার নাই।’ এ সময় শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে ক্লাসরুমে ফিরে যাওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আজও ঢাবির অধিকাংশ ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনকারী মূল সংগঠন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-এর সমন্বয়ক হাসান আল মামুন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার-বিশ্লেষণ করে সকালে সংবাদ সম্মেলন করবেন তারা। সেখানেই তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। সংবাদ সম্মেলনে ক্লাসে যাওয়ার ব্যাপারেও ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে অধিকাংশ বিভাগের ক্লাস হচ্ছে না। শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কম। দুই একজনকে ঘুরতে দেখা গেলেও পরে তারা আবার ফিরে যাচ্ছেন। অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীর লাইব্রেরির সামনে অবস্থান নিতে দেখা গেছে। সেখানে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat