×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওসমানে ডেম্বেলে নৈপুন্যে লা লিগায়  বিলবাওকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ডেম্বেলে  নিজে একটি   আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিন গোল- এই চার গোলেই রোববার লা লিগায় এ্যাথলেটিক বিলবাওকে ৪-০  ব্যবধানে     উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ের পরে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে এখনো তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে কাতালান জায়ান্টরা। 
ফরাসি উইঙ্গার ডেম্বেলে কাল নিজেকে যেন অন্য এক রূপে মাঠে আবির্ভূত করেছেন। কোচ জাভি হার্নান্দেজের অধীনে ডেম্বেলে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। ক্যাম্প ন্যুতে সাবেক বার্সা ও বর্তমান এ্যাথলেটিক  ম্যানেজার হিসেবে আর্নেস্টো ভালভার্দে ফিরে আসার পর এটাই প্রথম ম্যাচ ছিল। কাল দলের হয়ে প্রথম গোলটি ডেম্বেলে করেছেন। এরপর প্রথমার্ধে সার্জি রবার্তো ও রবার্ট লিওয়ানদোস্কিকে দিয়ে দুটি গোল করিয়েছেন। দ্বিতয়ার্ধে ফেরান তোরেসের গোলেও সহায়তা করে ম্যাচ সেরা হয়েছে ডেম্বেলে। 
ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘এটাই একজন উইঙ্গারের জীবন, এখানে উত্থান-পতন থাকবে। তাদের এর মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আমি সবসময় একথাই বলেই থাকি। কোনদিন সবকিছু সঠিক ভাবে চলবে, অন্যদিন হয়তো নয়। কিন্তু এজন্য থেমে গেলে চলবে না। ওসমানে আজ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’
২০২০ সালে জানুয়ারিতে বার্সেলোনা থেকে বরখাস্ত হবার পর এটাই ছিল ভালভার্দের প্রথম ম্যাচ। তার অধীনে বার্সেলোনা দুটি লিগ শিরোপা জিতেছেন। কাল ম্যাচ শেষে ভালভার্দে বলেছেন, ‘এটা একটি ভয়ঙ্কর দিন ছিল। কারন আমরা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছি। তারা(বার্সেলোনা) আজ আমাদের সবদিক থেকে শাস্তি দিয়েছে।’
বৃহস্পতিবার প্রথমার্ধে আট মিনিটের তিন গোলে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছির কাতালান জায়ান্টরা। কাল আবারো এ্যাথলেটিকের বিপক্ষে দ্রুত তিন গোল দিয়েছে জাভির শিষ্যরা। বার্সা অধিনাক সার্জিও বাসকুয়েটস বলেছেন, ‘আমরা শক্ত অবস্থানে তেকেই  আজ ম্যাচ শেষ করেছি। আমরা জানতাম তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। তাদের সাথে আমাদের মানিয়ে নিতে হবে। ম্যাচের মাঝপথে আমরা আরো বেশী আগ্রাসী হয়ে খেলতে থাকি এবং নিজেদের সুযোগগুলো কাজে লাগাই। আমি নিশ্চিত এই পারফরমেন্সে জাভি খুশী হয়েছে। আমাদের লক্ষ্যই থাকে ম্যাচে জয়ী হওয়া। আর সেটা অবশ্যই ভাল খেলার মাধ্যমে। এর মাধ্যমে দলের মানও প্রমানিত হয়।’
৪-৩-৩ ফর্মেশনে বামদিকের আক্রমনভাগে জাভি পেড্রির উপর দায়িত্ব দিয়েছিলেন। এর মাধ্যমে দলের সমন্বয় আরো গভীর হয়েছে। বাসকুয়েটস ও ফ্রেংকি ডি জংয়ের সাথে পেড্রির বোঝাপড়াটাও দারুন ছিল। আর এতে কার্যত সহযোগিতা হয়েছে ডেম্বেলের। প্রথম থেকেই ম্যাচটি নিজের করে নেবার চেষ্টা করেছেন ফরাসি উইঙ্গার ডেম্বেলে। ১২ মিনিটে তিনি যখন ডেডলক ভাঙেন তখন তার মধ্য কোন বিস্ময় ছিলনা। লিওয়ানদোস্কির সহায়তায় ডেম্বেলের দুর পাল্লার জোড়লো শটটি আটকানোর সাধ্য ছিলনা বিলবাও গোলরক্ষক উনাই সাইমনের। ছয় মিনিট পর বার্সেলোনা ব্যবধান দ্বিগুন করে। ডেম্বেলের সাথে বল আদান প্রদান করে রবার্তো নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। তৃতীয় গোলটিতেও জড়িত ছিলেন ডেম্বেলে। তার বাড়ানো বলে এবার পোলিশ তারকা লিওয়ানদোস্কি ২২ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। লা লিগায় এবারের মৌসুমে ১১ ম্যাচে এটি লেভার ১২তম গোল। 
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কা ও মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে পরাজয় সত্তেও বার্সেলোনার সমর্থকরা তাদের প্রিয় কোচ জাভিকে ঠিকই সমর্থন দিয়ে গেছেন। গাভিকে বাজেভাবে ফাউলের অপরাধে ডানি গার্সিয়ার বিপক্ষে জাভি যখন জোড়ালো প্রতিবাদ জানিয়েছে তখন ক্যাম্প ন্যুর পুরো মাঠ তাকে সমর্থন দিয়েছে। জাভি বলেন, ‘আজ আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি এবং সেটা কাজে এসেছে। অন্যদিন হয়তো এটা কাজ নাও করতে পারে। এই ধরনের জয়ের কৃতিত্ব পুরোটাই খেলোয়াড়দের। আমি এখানে শুধুমাত্র তাদের সহযোগিতা করতে এসেছি, মাঠে যা করার ওরাই করে।’
৭৩ মিনিটে তোরেস দলের হয়ে চতুর্থ গোলটি করেছেন। এই গোলটির যোগানদাতাও ছিলেন ডেম্বেলে। ৭৭ মিনিটে অভিষিক্ত পাবলো তোরেকে জায়গা করে দিতে ডেম্বেলে যখন মাঠ ত্যাগ করেন তখন সমর্থকদের উষ্ণ অভিবাদন পেয়েছেন। ম্যাচের একেবারে শেষভাগে বাসকুয়েটস দুটি বল গোল-লাইনের উপর থেকে ক্লিয়ার করেছেন। এছাড়া এরিক গার্সিয়াও এ্যাথলেটিককে সফল হতে দেননি।
এর আগে দিনের শুরুতে আঁতোয়া গ্রীজম্যানের দ্বিতীয়ার্ধের জোড়া গোলে  রিয়াল বেটিসকে ২-১ গোলে পরাজিত করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। এছাড়া আলমেইরাকে একই ব্যবধানে পরাজিত করেছে ভিয়ারিয়াল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat