বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ যুক্তরাজ্য ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের নবম বৃহত্তম কনজিউমার মার্কেট হবে বলে আশা করা হচ্ছে। এইচএসবিসি গ্লোবাল রিসার্চের জনসংখ্যা বিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ তার ভোক্তা বাজারে দ্রুততম প্রবৃদ্ধি দেখতে পাবে অর্থাৎ এই দশকে অবিচল সরকারি-বেসরকারি অংশীদারিত্বের শর্তে দেশের জনগণ প্রতিদিন ২০ ডলারের বেশি উপার্জন করবে।
প্রতিবেদনে আরো বলা হয়, এক্ষেত্রে ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পরই হবে বাংলাদেশের অবস্থান।
কোরিয়া ও জাপান ২০৩০ সাল নাগাদ সামগ্রিক মার্কেটে পতন দেখবে।
২০৩০ সালের মধ্যে ৮০০ মিলিয়ন এবং ২০৪০ সালের মধ্যে ৮২০ মিলিয়ন কনজিউমার নিয়ে আকারের দিক থেকে বৃহত্তম কনজিউমার মার্কেট হিসেবে চীন তার শীর্ষ অবস্থান ধরে রাখবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংকিং ও অর্থনৈতিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় বাজার সম্পর্কে বিশেষ জ্ঞান ও বৈশ্বিক যোগাযোগে এইচএসবিসি গ্লোবাল রিসার্চ মূল ভূমিকা পালন করে থাকে।