×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-১০-০৩
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গেছে  বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারে পাকিস্তানের কাছে। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিলো টাগ্রেসরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ২ ওভারের মধ্যে প্যাভিলিয়নের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দু’জনই ১ রান করে করেন।
পঞ্চম ওভারের প্রথম বলে আবারও উইকেট হারায় বাংলাদেশ। এবার উইকেট পতনের তালিকায় নাম তুলেন রুমানা আহমেদ। তিনিও ১ রান করেন। ফলে দলীয় ৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
শুরুতেই চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন লতা মন্ডল ও নিগার সুলতানা। চতুর্থ উইকেটে ৩৪ বলে ২৪ রান যোগ করেন তারা। বড় ইনিংসের আভাস দিয়ে দ্রুত ফিরেন লতা ও নিগার। নিগার ২টি চারে ১৭ ও লতা ১টি বাউন্ডারিতে ১২ রান করেন।
পরের দিকের ব্যাটাররাও নিজেদের মেলে ধরতে পারেনি। তবে এক প্রান্ত ধরে খেলে বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন সালমা খাতুন। ছয় নম্বরে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ২৯ বলে ২টি চারে ২৪ রানে অপরাজিত থাকেন সালমা। এতে ২০ ওভারে ৮ উইকেটে ৭০ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।
ম্যাচ জিততে ৭১ রানের টার্গেটে খেলতে নেমে দারুন সূচনা পায় পাকিস্তান। ৪৫ বলে ৪৯ রানের সূচনা গড়েন দুই ওপেনার। মুনিবা আলিকে ১৪ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা।
দ্বিতীয় উইকেটে পাকিস্তানের জয় নিশ্চিত করেন সিদরা আমিন ও অধিনায়ক বিসমাহ মারুফ। সিদরা ৩৬ ও মারুফ ১২ রানে অপরাজিত থাকেন। ৪ ওভার বল করে ২৭ রানে ১ উইকেট নেন সালমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat