দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া ৪ বিষয়ের পরীক্ষা ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত পরীক্ষার রুটিন দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আজ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি হলো: গনিত বিষয়ের পরীক্ষা আগামী ১০ অক্টোবর, কৃষিশিক্ষা ১১ অক্টোবর, পদার্থ বিজ্ঞান ১৩ অক্টোবর ও রসায়ন বিষয়ের পরীক্ষা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র শিক্ষা বোর্ডের আওতাধীন সকল এসএসসি পরীক্ষা কেন্দ্রে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের পরীক্ষা নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এসব পরীক্ষার পরিবর্তিত সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।