দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় ১ জনের মৃত্যু হয়। আর একই সময়ে ৪৩৮ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।