দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩৫৭ জন ঢাকা বিভাগের, ১২ জন ময়মনসিংহের, ১৫ জন চট্টগ্রাম বিভাগের, ২৬ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২ জন খুলনা বিভাগের, ১৯ জন বরিশাল বিভাগের ও ৫ জন সিলেট বিভাগের।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।