কাডিজকে শনিবার ৪-০ গোলে বিধ্বস্ত করে লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ম্যাচ চলাকালীন গ্যালারিতে একজন সমর্থকের গুরুর অসুস্থতায় ম্যাচটি প্রায় ঘন্টাখানেক বন্ধ ছিল।
পাঁচ ম্যাচে এনিয়ে বার্সার সংগ্রহে জমা পড়লো ১৩ পয়েন্ট। ৫৫ মিনিটে ফ্রেংকি ডি জং প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ১০ মিনিট পর পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি ব্যবধান দ্বিগুন করেন। গ্রীষ্মকালীণ দলবদলে বায়ার্ন মিউনিখ থেকে আসার পর এ নিয়ে লিগার পঁচ ম্যাচে ষষ্ঠ গোল করলেন লিওয়নদোস্কি।
৮২ মিনিটে স্ট্যান্ডে এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হলে ম্যাচ বন্ধ হয়ে যায়। কাডিজের গোলরক্ষক জেরেমিয়ান লেডেসমাকে এমন সময় ডাগ আউট থেকে ডিফ্রিব্রিলেটর নিয়ে গ্যালারির দিকে দৌঁড়ে যেতে দেখা গেছে। দর্শক অসুস্থতার পর দুদলের খেলোয়াড়েরাই চলে গিয়েছিলেন ড্রেসিং রুমে। খেলা আবার শুরু হবে কি না সংশয় ছিল। তবে প্রায় ঘণ্টাখানেক বিরতি শেষে আবারও মাঠে গড়ায় ম্যাচটি। জরুরী ভিত্তিতে অসুস্থ দর্শককে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘ফুটবলের বাইরে অনেক ঘটনাই ঘটে থাকে। আমরা এখানে একজন মানুষকে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে দেখতে পেয়েছি। সে কারনেই ম্যাচটি বন্ধ করার ব্যপারে আমরা সবাই সম্মত হয়েছিলাম। সৌভাগ্যবশত: আমরা তার জীবন রক্ষা করতে পেরেছি।’
ম্যাচ শুরু হবার পর আরো দুই গোল দিয়েছে বার্সেলোনা। ৮৬ মিনিটে আনসু ফাতির গোলের পর স্টপেজ টাইমে ওসমানে ডেম্বেলের গোলে বড় জয় নিশ্চিত হয় কাতালান জায়ান্টদের।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে বার্সেলোনা। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় জাভি বলেছেন, ‘এটা অসাধারণ ম্যাচ ছিলনা, তবে ছেলেরা ভাল খেলেছে।’
দিনের আরেক ম্যাচে সেল্টা ভিগোকে ৪-১ গোলে পরাজিত করে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। ৯ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার এ্যাঞ্জেল কোরেয়ার গোলে এগিয়ে যায় এ্যাথলেটিকো। তাকে বল যোগান দেয়া আর্জেন্টাইন জাতীয় দলের সতীর্থ রডরিগো ডি পল ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছেন। ৬৬ মিনিটে ইয়ানিক কারাসকো দলের হয়ে তৃতীয় গোলটি করেছেন। ৭১ মিনিটে সেল্টার হয়ে এক গোল পরিশোধ করেছেন গাব্রিয়েল ভিয়েগা। ৮২ মিনিটে উনাই নুনেজের গোলে এ্যাথিেলটেকোর বড় নিশ্চিত হয়।
এ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘আমরা আজ ঝুঁকি নিয়ে খেলেছি এবং এটা কাজে দিয়েছে। সেল্টাকে আজ আমরাই সুযোগ করে দিয়েছি। আমাদের খেলার কৌশলই এমন ছিল।’
এদিকে আরেক ম্যাচে এস্পানিয়লকে ৩-২ গোলে পরাজিত করে মৌসুমের প্রথম জয় নিশ্চিত করেছে সেভিয়া। এছাড়া নিকোলাস গঞ্জালেজের আত্মঘাতি গোলের সুযোগে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে রায়ো ভায়েকানো।