সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।সিকৃবি’র জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিকৃবি ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ হাজার ১৫৩ জনের পরীক্ষায় অংশ নেবার সুযোগ থাকলেও ভর্তি পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫২৫ জন। এতে উপস্থিতির হার প্রায় ৮১ শতাংশ।
সিকৃবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার পরীক্ষার হল পরিদর্শন করেছেন।