দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৫৫৭ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এ জানানো হয়, সর্বশেষ ২৪ ঘন্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ২ হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ ও ২ হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।
আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।