×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হার্ভে ইলিয়টকে গতকাল ‘দীর্ঘ মেয়াদী’ একটি চুক্তিতে আবদ্ধ করেছে লিভারপুল। ১৯ বছর বয়সী এই তারকার আশা এই মৌসুম থেকে জার্গেন ক্লপের দলের পরিকল্পনায় নিয়মিত হতে পারবেন তিনি। 
গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের প্রথম চারটি ম্যাচের তিনটিতে মুল একাদশের হয়ে সুযোগ পেয়েছিলেন ইলিয়ট। কিন্তু লিডসের বিপক্ষে খেলার সময় তার পায়ের গোড়ালি স্থানচ্যুত ও ভেঙ্গে যাওয়ায় সাইডলাইনে চলে যান। ওই ইনজুরির কারণে দীর্ঘ ৫ মাস সাইডলাইনেই কাটাতে হয়েছে তাকে।  
তবে ইনজুরি কাটিয়ে এখন পুর্ন ফিটনেস ফিরে পেয়েছেন ইলিয়ট। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। এর একটি কম্যুনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এবং অন্যটি তার সাবেক ক্লাব ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজেদের সূচনা ম্যাচে।  
গণমাধ্যমের খবর অনুযায়ী নতুন চুক্তির ফলে ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে কাটাবেন এই মিডফিল্ডার। লিভারপুলের ওয়েবসাইটকে ইলিয়ট বলেন, ‘আরো অনেক বছর আমি এই ক্লাবটিতে কাটাতি যাচ্ছি। এটি জেনে আমার দারুন লাগছে। কৈশোরের ক্লাবের সঙ্গে এতটা সময় কাটানো দারুন ব্যাপার। এটি আমাকে এতটা খুশি ও রোমঞ্চিত করেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না।’ 
২০১৯ সালের গ্রীষ্মে এ্যানফিল্ডে যোগ দেয়ার পর সিনিয়র দলের সঙ্গে এ পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন ইলিয়ট। লিভারপুলের কোচ ক্লপ বলেন, ‘তাকে পছন্দ করার অনেকগুলো কারণ আছে। প্রথমত আমরা একটি ক্লাব হিসেবে বিশেষ একজন তরুণ খেলোয়াড়কে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই, যিনি ইতোমধ্যে লিভারপুল এফসিতে বড় প্রভাব ফেলেছেন। অপরদিকে পছন্দের ক্লাবটিতে সে নিজের অবিশ^াস্য প্রতিভার বিকাশ ও উন্নতি ঘটাতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat