জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ।
হারারে স্পোটর্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসার হলেন- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তাসকিন।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন আনামুল হক বিজয়। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে আছেন আনামুল। সর্বশেষ সিরিজে খেলা নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পান আনামুল। ২০১৯ সালের ৩১ জুলাই শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটার।
পবিত্র হজের কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেননি মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের একাদশে আছেন মুশফিক।
ওয়ানডের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।
জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক সিন উইলিয়ামসের ইনজুরির কারনে প্রথম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন রেজিস চাকাবভা।
বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক, মুশফিকুর রহিম, মাহমদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে : রেগিস চাকাবভা (অধিনায়ক), রায়ান বার্ল, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।