বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। ফেডারেশন সভাপতি, তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সাধারন সম্পাদক মো: শাহ আলম সরদার।
পাঁচ দিন ব্যাপি এ টুর্নামেন্টে ৭টি বিভাগ, ৫৪টি জেলা, ৫টি বিশ্ববিদ্যালয়, ২টি শিক্ষা বোর্ড ও ৩টি সার্ভিসেস দলসহ ৭১টি দলের ৩১৩জন পুরুষ ও ৬৪জন মহিলাসহ মোট ৩৭৭ জন শাটলার অংশ গ্রহন করেছে।