রেলের ছাদে যাত্রীবহন বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে স্বঃপ্রণোদিত হয়ে শুনানি করে মৌখিকভাবে এ আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের প্রেক্ষাপটে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আজ শুনানিতে ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ করতে বলেছে আদালত। রেলের টিকেট কালোবাজারি বন্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রেলওয়েকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে শুনানির সময় ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান, রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন্স) এ এম সালাউদ্দিন, পরিচালক (ট্রাফিক) নাহিদ হাসান খান এবং সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট মো. জুবায়ের হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
শুনানির সময় রেলের কর্মকর্তাদের উদ্দেশ্য করে আদালত প্রশ্ন তুলে বলেন, কেন ট্রেনের ছাদে লোক ওঠে? এটা কি পয়সা ইনকামের পথ? ট্রেন জাতীয় সম্পদ। ট্রেন কি আপনারা গ্রাস করতে চাচ্ছেন? রেল কর্মকর্তা সালাউদ্দিন এ সময় বলেন, ‘ছাদে যাত্রী ওঠা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছু সীমাবদ্ধতা আছে, তবু এটা আমাদের ব্যর্থতা।’ আদালত বলেন, ছাদে বা দাঁড়িয়ে যারা যাচ্ছে, তারা কি টাকা দিচ্ছে না? এটা তো দুর্নীতি।
ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের প্রসঙ্গে আদালতে সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের হোসেন বলেন, অনলাইনে টিকেট পেতে পেমেন্ট করতে ১৫ মিনিট সময় থাকে। কিন্তু তিনি এক ঘন্টা পর পেমেন্ট করেছিলেন, তাই তিনি টিকেট পাননি। তবে ৩ দিন পর সেই পেমেন্ট করা টাকা ফেরত দেয়া হয়েছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতে বলেন, অনিয়ম পাওয়ায় সহজ ডটকমকে গতকাল ভোক্তা অধিকার দুই লাখ টাকা জরিমানা করেছে, যেখান থেকে ৫০ হাজার টাকা অভিযোগকারী রনি পাবেন।
আদালত বলেন, আজ থেকেই ট্রেনের ছাদে যাত্রী চড়া বন্ধ ঘোষণা করা হল। একই সাথে ট্রেনের টিকেট কালোবাজারি ও ছাদে যাত্রী বহন বন্ধের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা রেলওয়ে কর্তৃপক্ষকে আগামী ৩১ জুলাইয়ে মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, মহিউদ্দিন রনির আন্দোলনের যুক্তি এবং তার ছয় দফার বিষয়ে বুধবার জানতে চেয়েছিল আদালত। আমি রেলের ডিজির সাথে টেলিফোনে যোগাযোগ করেছি, তিনি বলেছেন, এ বিষয়ে কমিটি গঠনের জন্য পদক্ষেপ নিয়েছেন, তাদের জিএমকে চিঠি দিয়ে মহিউদ্দিন রনির দাবি-দাওয়া সম্পর্কে আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলেছে। রেলের ডিজি আদালতে প্রতিনিধি পাঠিয়েছেন জানিয়ে ডেপুটি এটর্নি জেনারেল মানিক বলেন, আদালত উনাদের বক্তব্য শুনে ট্রেনের অব্যবস্থাপনার বিষয়ে বলেছেন, ট্রেনের ছাদে কোনো যাত্রী বহন করতে পারবে না। আজ থেকে টিকেট কালোবাজারি চলবে না, তা বন্ধ করতে হবে-এ মর্মে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছে আদালত।
রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে গত ৭ জুলাই কমলাপুর টিকেট কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এরপর মঙ্গলবার পদযাত্রা করে রেলের মহাপরিচালককে তিনি স্মারকলিপি দেন। রনির ভাষ্য, ১৩ জুন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের টিকেট কেনার চেষ্টা করেন তিনি। তার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়া হলেও ট্রেনের কোনো আসন তিনি পাননি।