আজ পবিত্র ঈদ-উল-আজহা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই ওয়েস্ট ইন্ডিজে থেকেই ঈদ উদযাপন করতে হচ্ছে দেশের ক্রিকেটারদের। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সফরে থাকা ক্রিকেটাররা।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সাথে ভালোভাবে ঈদের সময় কাটান এবং আমরা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সাথে ঈদ পালন করুন, এটাই আমাদের চাওয়া।’
বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান বলেন, ‘সবাইকে ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করুন, এই আশা করি।’
আজ স্থানীয় কুইন্সটাউন কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। সফরে ক্যারিবীয়দের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা।