করোনা শনাক্ত হওয়ায় চলমান উইম্বলডন টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন সপ্তদশ বাছাই স্পেনের রবার্তো বাতিস্তুতা আগুত। তার আগে আরো দুই খেলোয়াড় কোভিড ১৯ এর কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। পরিপুর্ন দর্শক গ্যালারিতে এবছর টুর্নামেন্ট ফেরার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে আক্রান্ত হলেন বাতিস্তুতা আগুত।
আজ এক টুইট বার্তায় ৩৪ বছর বয়সী বাতিস্তুতা আগুত বলেন,‘ আমি উইম্বলডনকে আমার নাম প্রত্যাহারের বিষয়ে অবহিত করেছি। পরীক্ষায় আমার কোভিড-১৯ শনাক্ত হয়েছে।’
২০১৯ আসরের সেমিফাইনালিস্ট এ তারকা খেলোয়াড় আরো বলেন,‘সৌভাগ্যক্রমে, উপসর্গগুলো মারাত্মক নয়। তবে আমি মনে করছি এটাই সবচেয়ে বাল সিদ্ধান্ত। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আশা করছি খুব শিগগিরই মাঠে ফিরবো।’
করোনাভাইরাসের কারণে এর আগে টুর্নামেন্টের প্রথম সপ্তাহে নাম প্রত্যাহার করে ২০২১ আসরের রানার আপ মাত্তেও বেরেত্তিনি এবং ২০১৭ ফাইনালিস্ট মারিন চিলিচ।
মহামারি করোনাভাইরাসের কারণে এর আগে ২০২০ আসর বাতিল করা হয়েছিল। এরপর খেলোয়াড়দের জৈবসুরক্ষা পরিবেশে রেখে ২০২১ আসর সিমিত পরিসরে অনুষ্ঠিত হয়।