বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের জোড়া আঘাতে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ২ উইকেট হারালো সফরকারী শ্রীলংকা।
ফলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৮ রান তুলে পঞ্চম দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল শ্রীলংকা। ৬ উইকেট হাতে নিয়ে ৬০ রানে এগিয়ে লংকানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৩৯ রান করেছিলো শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিলো লংকানরা।
পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে শ্রীলংকা শিবিরে জোড়া আঘাত করেন বাংলাদেশের স্পিনার তাইজুল। কুশল মেন্ডিসকে ৪৮ ও প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে খালি হাতে বিদায় দেন তাইজুল।
অধিনায়ক দিমুথ করুনারতেœ ৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের তাইজুল ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে শ্রীলংকা ৩৯৭ ও বাংলাদেশ ৪৬৫ রান করে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিলো ৬৮ রানের।