আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী শ্রীলংকা। প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুলেছে লংকানরা।
শ্রীলংকার পতন হওয়া ২ উইকেটই নিয়েছেন বাংলাদেশের ডান-হাতি অফ-স্পিনার নাইম হাসান। শ্রীলংকার ওপেনার ওশাদা ফার্নান্দোকে ৩৬ ও অধিনায়ক দিমুথ করুনারতেœকে ৯ রানে বিদায় করেন নাইম। প্রথম সেশনে ৮ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়েছেন নাইম।