এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২ আরচারির চতুর্থ দিনে কম্পাউন্ড বিভাগে ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ।
ইরাকের সোলেমানিয়ায় চলমান এই প্রতিযোগিতায় আজ কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানকে নিয়ে গঠিত বাংলাদেশ ২১৮-২২৪ স্কোরে ভারতের কাছে হেরে রৌপ্য পদক অর্জন করে।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাসকে নিয়ে গঠিত বাংলাদেশ ১৯০-১৭৭ স্কোরে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়ের সমন্বয়ে গড়া বাংলাদেশ ১৫২-১৪১ স্কোরে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জয় করে।
কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাংলাদেশের শ্যামলী রায় ১৪০-১৩৪ স্কোরে বাংলাদেশ সতীর্থ সুমা বিশ্বাসকে হারিয়ে জয় করেন ব্রোঞ্জ পদক।