রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুন দিন ধার্য করেছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আশেক ইমাম মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
এরআগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারি মনিরুল ইসলাম।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, নিউমার্কেট এলাকায় সহিংসতার ঘটনায় মেয়র তাপস শান্তি-শৃঙ্খলা পরিপন্থি উসকানি দিয়েছেন ফেসবুকে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তার সহকারি ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের কথা উল্লেখ করেন।
ওসি বলেন, মামলায় তিনি দু’জনের নাম ও তিনটি পেজের নাম উল্লেখ করেছেন। মো. রাকিবুর রহমান ফাহিম নামের একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস নামে একটি প্রকাশিত ভিডিও শেয়ার করেন। তাজউদ্দীন আহমেদ রাসেল নামের একটি ফেসবুক আইডি থেকে আইনিউজবিডি নামের একটি পেজে প্রকাশিত ভিডিও তিনি শেয়ার করেন। এছাড়া ইলিয়াস হোসাইন মিডিয়া নামের একটি পেজ থেকে ভিডিও সম্প্রচার করা হয়েছে। এসব ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশিত ভিডিওতে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করা হয়েছে।
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরেরদিন মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।
এ ঘটনায় দু’জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।