দ্বিতীয়বারের মত বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।আজ ভোরে তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ সুখবর জানিয়েছেন তাসকিন।
নিজের ফেসবুক প্রোফাইল এক বার্তায় ২৭ বছর বয়সী তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
২০১৭ সালের ১ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাসকিন-নাঈমা। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন-নাঈমার কোলজুড়ে আসে প্রথম সন্তান। প্রথম সন্তানের নাম তাসফিন আহমেদ রিহান।
বর্তমানে ইনজুরির কারনে মাঠের বাইরে আছেন তাসকিন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে প্রধান ভূমিকা রেখেছেন এ তারকা পেসার । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তাসকিন। ফলে আগামী মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না তিনি।