×
ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান
  • প্রকাশিত : ২০২২-০৪-১০
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সবার জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ভবিষ্যত জাতি’ কর্মসূচির জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
‘ফিউচার নেশন’ হল দেশের জনসংখ্যাকে মূল চালিকা শক্তিতে রূপান্তর এবং তাদের দেশের সীমানার বাইরে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সক্ষম করে তোলার মাধ্যমে ভবিষ্যতের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির এজেন্ডাকে ত্বরান্বিত করার জন্য সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতের একটি নতুন জোট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং বিডার মহাপরিচালক মো. জিয়াউল হক আজ আগারগাঁওয়ে বিডা’র প্রধান কার্যালয়ে ওই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ অংশীদারিত্বে স্বাক্ষর করেন।
বেসরকারি খাতে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান অনুষ্ঠ^ানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বেসরকারি, সরকারি ও উন্নয়র খাতের মধ্যে অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর মূল এজেন্ডাগুলোর অন্যতম হলো দেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য আরও বেশি বেসরকারি ও সরকারি অংশীদারিত্ব গড়ে তোলা।’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ফিউচার ন্যাশন’-এর মতো জোটগুলো আমাদের কেবল কোভিড থেকে পুনরুদ্ধারে সাহায্য করবে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ৪র্থ শিল্প বিপ্লব, এমনকি ৫ম শিল্প বিপ্লবের জন্যও প্রস্তুত করে তুলবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান, মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ফিউচার ন্যাশন’ এর অর্জিতব্য লক্ষ্যে পৌঁছাতে  বিডা’র একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব ভুমিকা রয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হলো- আমাদের তরুণ জনসংখ্যার জরুরি ব্যবহার, নতুন কাজের উত্থান, আমাদের শিল্প ভবিষ্যৎ এবং আমাদের জ্ঞান-ভিত্তিক অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য, যা একটি নতুন বাংলাদেশের অভ্যুদয়ে অবদান রাখবে, যেখানে বিশ্ব বাজারে দক্ষতা হবে আমাদের অন্যতম পণ্য।
সুদীপ্ত মুখোপাধ্যায় বলেন, ‘মহামারী পরবর্তী সীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলা, বিশেষ করে তরুণদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরির অভিন্ন লক্ষ্যে বেসরকারি খাত, বাংলাদেশে সরকার ও উন্নয়ন সহযোগীরা একত্রিত হচ্ছে, এজন্য ‘আজ আমি খুবই খুশি। আমরা যখন এই মাইলফলক উদযাপন করছি, তখন আমি বিশ্বাস করি যে, সম্মিলিতভাবে আমাদের এজন্য প্রয়োজনীয়  সম্পদ আছে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডা, ইউএনডিপি ও জিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat