বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘আউটকাম বেইসড কারিকুলাম (মেডিসিন ফ্যাকাল্টি)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘ ইনিস্টটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি) এ কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং গবেষণার উপর গুরুত্বারোপ করেন।
আইকিইউএসি’র পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানু এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।
এছাড়াও রিসোর্স বক্তা হিসেবে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ এবং আইকিইউএসি’র অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারহীন হাসান বক্তৃতা করেন।