স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গোপালগঞ্জে ভ্যাকসিন তৈরি এবং গবেষণা প্ল্যান্ট প্রতিষ্ঠার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
কমিটি সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোঃ মনসুর রহমান, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, মো: আমিরুল আলম মিলন সভায় অংশ নেন।
সভায় করোনার শুরুতে যে সব প্রতিষ্ঠান সিএমএসডিতে মালামাল সরবরাহ করেছে তাদের বিল পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত নিস্পত্তি করার সুপারিশ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয়ের এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।