করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে দুইজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা রাজশাহী ও খুলনা বিভাগের। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭২ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৭৫ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে দশমিক ৮৯ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৮ জন। শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৩৬ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।