বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় চার জনের মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত। একজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় দেন।
রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের কানাইঘাটের আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)।
অপর দুই আসামির মধ্যে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমানকে (৩০) খালাস ও কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈনের (২৪) কারাগারে মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি মুমিনুর রহমান টিটু এ তথ্য নিশ্চিত করেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত রশীদ ও খালাসপ্রাপ্ত আসামি ফারাবী আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর তিন আসামি পলাতক রয়েছে।