আশা জাগিয়েও শেষ পর্যন্ত নারী ওয়ানডে বিশ^কাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ দল। এই হারে নিজেদের অভিষেক বিশ^কাপের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের।
আজ ওয়েলিংটনে বৃষ্টির কবলে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটি। দু’ঘন্টা পর টস করতে নামে দু’দল। বৃষ্টির কারনে ৪৩ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথম ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দেন বাংলাদেশের দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার। ৮ ওভারে ৩৩ রান তুলেন তারা। নবম ওভারের প্রথম বলে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গে। প্রথম ব্যাটার হিসেবে ১২ রান করে আউট হন মুরশিদা।
দলীয় ৩৩ রানে মুরশিদার আউটের পর চাপে পড়ে বাংলাদেশ। ৬২ রানেই চতুর্থ ৪ উইকেটে পতন ঘটে । ফারজানা হক ৮, অধিনায়ক নিগার সুলতানা ৭, শারমিন ২৪ রানে ফিরেন। এরপর রুমানা ১৫, লতা মন্ডল ৩৩ ও সালমা খাতুনের অপরাজিত ১৫ রানের কল্যাণে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের পুঁিজ পায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের টার্গেট দিয়ে বল হাতে জ¦লে উঠে বাংলাদেশের বোলাররা। ৪১ রানে অসিদের ৪ উইকেটের পতন ঘটান সালমা খাতুন ও নাহিদা আকতার। এরমধ্যে সালমাই নেন ৩ উইকেট।
১৩তম ওভারের মধ্যে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে ম্যাচ জয়ের আশা জাগায় বাংলাদেশ। কিন্তু চার নম্বরে নামা বেথ মুনি বাংলাদেশী বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন। পঞ্চম উইকেটে অ্যাশলে গার্ডনারকে নিয়ে ২৯ ও অ্যানাবেল সাদারল্যান্ডের সাথে ৮৭ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন মুনি। এতেই ৩৩তম ওভারে জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া।
গার্ডনার ১৩ ও সাদারল্যান্ড অপরাজিত ২৬ রান করেন। ৭৫ বলে ৫টি চারে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হন মুনি।
বাংলাদেশের সালমা ২৩ রানে ৩টি ও নাহিদা-রুমানা ১টি করে উইকেট নেন।
৬ ম্যাচ শেষে ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে বাংলাদেশ।
আগামী ২৭ মার্চ লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।