ব্যাটার এনক্রুমার বোনারের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে লিড নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বোনারের ১২৩ রানের উপর ভর করে তৃতীয় দিন শেষে ১৫৭ ওভারে ৯ উইকেটে ৩৭৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হাতে নিয়ে ৬২ রানে এগিয়ে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩১১।
দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২০২ রান। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১০৯ রানে পিছিয়ে ছিলো ক্যারিবীয়রা।
বোনার ৩৪ ও জেসন হোল্ডার ৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। আর মাত্র ২ রান করে দিনের শুরুতে প্যাভিলিয়নের পথ ধরেন হোল্ডার। বোনার-হোল্ডার পঞ্চম উইকেটে ৭৯ রান যোগ করেন।
হোল্ডারকে হারানোর পরও লড়াই চালিয়ে গেছেন বোনার। উইকেটরক্ষক জসুয়া ডা সিলভাকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৭৩ রান যোগ করেন বোনার। আট নম্বরে নামা আলজারি জোসেফ ২ রানের বেশি করতে পারেননি। তবে অষ্টম উইকেটে কেমার রোচের সাথে ৪৪ রানের জুটি বেঁধে দলকে লিড এনে দেন বোনার।
আর ঐ জুটিতেই ১০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পান বোনার। এজন্য ২৫৭ বল খেলেছেন এই ডান-হাতি ব্যাটার। নবম উইকেটে বিরাসামি পেরমলের সাথেও ৪৬ রান যোগ করে আউট হন বোনার।
দলীয় ৩৭২ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন বোনার। ইংল্যান্ডের অকেশনাল স্পিনার যেন লরেন্সের বলে আউট হওয়ার আগে ১২৩ রানের ইনিংসে ৩৫৫ বলের মোকাবেলায় ১২টি চার ও ১টি ছক্কা মারেন বোনার। ৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত আক্রমনে এসে প্রথম উইকেট নিলেন লরেন্স।
বোনারের আউটের পর অপরাজিত থেকে দিন শেষ করেছেন ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই ব্যাটার পারমল ও জেইডেন সিলেস। পারমল ২৬ ও সিলেস খালি হাতে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। ইংল্যান্ডের ক্রেইগ ওভারটন ও বেন স্টোকস ২টি করে উইকেট নেন।
তৃতীয় দিন ৯০ দশমিক ১ ওভার ব্যাট করে ১৭১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর : (টস-ইংল্যান্ড)
ইংল্যান্ড : ৩১১/১০, ১০০.৩ ওভার (বেয়ারস্টো ১৪০, ফোকস ৪২, সিলেস ৪/৭৯)।
ওয়েস্ট ইন্ডিজ : ৩৭৩/৯, ১৫৭ ওভার (বোনার ১২৩, ব্র্যার্থওয়েট ৫৫, স্টোকস ২/৪২)।