×
ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) নানা আয়োজনে  বিশ্ব কিডনী দিবস ও বিশ্ব গ্লুকোমা সপ্তাহ ২০২২ উদযাপিত হয়েছে।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো:শারফুদ্দিন আহমেদ আজ এই যৌথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কিডনী মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মাধ্যমে শরীরের ভারসাম্য রক্ষা পায়। ভারসাম্যপূর্ণ সঠিক খাদ্যাভাস, নিয়মিত ব্যায়াম,  উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, চিকিৎসক এর পরামর্শ গ্রহণ ইত্যাদির মাধ্যমে কিডনীকে সুস্থ রাখা সম্ভব। 
তিনি বলেন,বড়রা যেমন কিডনী রোগে আক্রান্ত হয়, তেমনি শিশুরাও কিডনী রোগে আক্রান্ত হচ্ছে। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হয়ে মোকাবিলা করতে হবে। 
এদিকে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো আপনার ‘দৃষ্টি রক্ষা করুন, সুন্দর পৃথিবী উপভোগ করুন’। 
চক্ষুরোগ বিষয়ে আরো গবেষণার উপর জোর দিয়ে চক্ষুরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ উপাচার্য বলেন, গ্লুকোমা চোখের প্রধান ¯œায়ু রজ্জুর রোগ। সঠিক সময়ে চিকিৎসা না করালে স্থায়ী অন্ধত্ব বরণ করতে হয় রোগীকে। বিশ্বে গ্লুকোমা রোগীর সংখ্যা ২.৮ শতাংশ হলেও বাংলাদেশে ৩৫ বছরের ঊর্ধ্বে এই সংখ্যা ৩শতাংশ। 
তিনি বলেন, গ্লুকোমা সপ্তাহ সচেতনতা বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখবে। এই রোগ নির্ণয়ে  গ্লুকোমা স্ক্রীনিং অব্যাহত রাখতে হবে। সাথে সাথে চক্ষু চিকিৎসকদের গ্লুকোমা সন্দেহ হলে রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তাই গ্লুকোমা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই।
উপাচার্য বলেন, বাস্তবতা হলো রোগী অনেক সময় নিজেও জানেন না যে তার গ্লুকোমা হয়েছে। এটা একটা বড় সমস্যা। গর্ভাবস্থায় মায়ের পেটে থেকেও নবজাতকের এই সমস্যা হতে পারে। 
অন্যদিকে,বিশ্ব কিডনী দিবস উপলক্ষে বাংলাদেশ রেনাল এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ‘সুস্থ কিডনী সবার জন্য জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’ এই প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি বের হয়ে সি ব্লকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে এ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. কে বি এম হাদিউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য।
বিশ্ব কিডনী দিবস উপলক্ষে পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে বটতলা থেকে বৃহস্পতিবার কিডনী ‘চিকিৎসায় প্রয়োজন জ্ঞানের সেতু বন্ধন’ এই প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি বের হয়। পরে এ ব্লক অডিটোরিয়ায়ে জনসেচতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা.রণজিত রঞ্জন রায়। সেমিনার শেষে সি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat