নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো বাংলাদেশ।আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল ৯ উইকেটে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হেরেছিলো দক্ষিণ আফ্রিকার কাছে। অন্য দিকে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় দেখলো নিউজিল্যান্ড।
ডুনেডিনে বৃষ্টির কারনে প্রায় পাঁচ ঘন্টার পর শুরু হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। ২৭ ওভারে নির্ধারিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় নিউজিল্যান্ড।
ব্যাট হাতে দলকে দারুন সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। ৫৬ বল খেলে ৫৯ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৩৩ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন সুলতানা। ৩৬ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি মারেন তিনি।
শুরুটা ভালো হলেও, বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটাররা তা ধরে রাখতে পারেননি। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তারা। অধিনায়ক নিগার সুলতানা ১১, রুমানা আহমেদ ১, সোবহানা মোস্তারি ১৩ ও রিতু মনি ৪ রান করে ফিরেন। তবে এক প্রান্ত আগলে নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে একাই লড়াই করেছেন ওপেনার ফারজানা।
ইনিংসের ২৩তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ম্যাচে অষ্টম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফারজানা। এজন্য ৬০ বল খেলেছেন তিনি।
২৪তম ওভারের প্রথম বলে দলীয় ১১৯ রানে দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন ফারজানা। মাত্র ১টি চারে ৬৩ বল খেলে ৫২ রান করেন তিনি। তার বিদায়ের পর শেষ পর্যন্ত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লোয়ার-অর্ডারে সালমা খাতুন-লতা মন্ডল ৯ রান করে করেন। নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েট ২৫ রানে ৩ উইকেট নেন।
১৪১ রানের জবাবে সপ্তম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ওপেনার ও অধিনায়ক সোফিয়া ডিভাইনকে ১৪ রানে থামান বাংলাদেশের অফ-স্পিনার সালমা খাতুন। এরপর সুজি বেটস ও অ্যামেলিয়া কের ৮১ বলে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন।
বেটস ৬৮ বলে ৭৯ ও কের ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ডের পতন হওয়া ১টি উইকেট ৩৪ খর্চায় নিয়েছেন সালমা। ম্যাচ সেরা হন বেটস।
আগামী ১৪ মার্চ বিশ^কাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।