ডান-হাতের কব্জির ইনজুরির কারনে শ্রীলংকার বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না ভারতের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়া রুতুরাজের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজের বাকী অংশের জন্য দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের শুরু থেকেই খেলার কথা ছিলো রুতুরাজের। কিন্তু ইনজুরির কারনে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। ৬২ রানে ম্যাচ জিতে ভারত। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন রুতুরাজ।
প্রথম টি-টোয়েন্টি থেকে বাদ পড়ার পর রুতুরাজের এমআরআই স্ক্যান করে ভারতের মেডিকেল টিম। শনিবার বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরির নিয়ে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুর্নবাসনের কাজ করবেন তিনি।
রুতুরাজের পরিবর্তে দলে সুযোগ পাওয়া আগারওয়ালের এখনও টি-টোয়েন্টি অভিষেক হয়নি। দেশের হয়ে ১৯টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন আগারওয়াল।