দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২৫ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন।
নতুন মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের, চারজন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের, একজন খুলনা বিভাগের, দুইজন বরিশাল বিভাগের ও দুইজন সিলেট বিভাগের বাসিন্দা।